ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিংগাইরে দেশীয় মদ ও বিয়ার ক্যান সহ গ্রেফতার-৩

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১২, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে দেশীয় মদ ও বিয়ার ক্যান সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

আটককৃতরা হলেন-ঢাকা জেলার নবাবগঞ্জ থানার ভাওয়াডুবী গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (২৩), উপজেলার দক্ষিন জামশা গ্রামের প্রানকৃষ্ণ চক্রবর্তীর ছেলে পংকজ চক্রবর্তী (২৫), একই এলাকার মৃত মজিবর রহমান মোহনের ছেলে সবুজ মিয়া (৩১)।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার চারিগ্রাম চৌরাস্তা সংলগ্ন সামাদ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি কালীন সময় একটি মাইক্রোবাস আসলে এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গাড়ী সিগন্যাল দিয়ে থামালে গাড়ীতে থাকা ৩ জন গাড়ী হইতে নামিয়া পালানোর চেষ্টা করে।

এসময় দৌড়ে তাদের আটক করেন। পরে গাড়ী তল্লাশী করে গাড়ী ভিতর থেকে ৫ লিটার দেশীয় মদ ও ২৫ ক্যান বিয়ার জব্দ করেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান,গাড়ীসহ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।