ajkertarunkantho
ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সরাইল উপজেলা রসুল পুর ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলন

রইছ উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
অক্টোবর ১৫, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন রসুল পুর দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়ে কামেল আল্লামা আবুল বাসার আল কাদ্বেরী সাহেব স্বরণে আজিমুশ্বান সুন্নী মহা সম্মেলন২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন এডভোকেট জিয়াউল হক মৃধা সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ, সভাপতি শেখ হাবিবুর রহমান সাবেক চেয়ারম্যান ও সভাপতি চুন্টা ইউনিয়ন সহসভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রহমত আলী।

প্রধান অতিথি ছিলেন বয়ান পেশ করেন আঞ্জুমানে গুল মদিনা শরীফের সাহেবজাদা মুফতী রেজাউল মোস্তফা আল কাদেরী উমানাথ পুর ভৈরব কিশোরগঞ্জ
বিশেষ অতিথি হিসেবে ইসলামি আলোচনা করেন হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব নরসিংদী।

উল্লেখ্য যে প্রধান আলোচক হযরত মাওলানা হাফেজ মুফতি আমিনুল ইসলাম খতীব রসুল পুর কেন্দ্রীয় জামে মসজিদ রসুল পুর সরাইল, বিশেষ বক্তা কারী হযরত মাওলানা আবু রায়হান রসুল পুরী শিক্ষক সুহিল পুর দাখিল মাদরাসা, হযরত মাওলানা হাফেজ নাসির উল্লাহ আশেকী প্রতিষ্টাতা সিদ্ধেশ্বরী মারকাযুল কোরআন সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, হযরত মাওলানা মুফতি আফজাল হোসেন পেশ ইমান রসুল পুর কেন্দ্রীয় জামে মসজিদ, তা ছাড়া আরু বহু আলেম ওলামায়ে কেমারগন বয়ান পেশ করেন।

পরিশেষে সভাপতি এডভোকেট জিয়াউল হক মৃধা সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার-২ তিনি বক্তব্যে বলেন ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তিতে বিশ্বাসী বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের পাশে দাড়াতে আহবান জানালেন এবং বক্তব্যে রাসুল (স.)এর জীবনী বর্ণনা করেন ও সরাইল -আশুগঞ্জ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন জিয়াউল হক মৃধা।

অবশেষে নির্বাচনের আগ মুহূর্তে মাহফিল হওয়ায় জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ উপস্থিত ছিলেন।