গত ১লা নভেম্বর দৈনিক কালবেলা অনলাইনে (ফেসবুক পেজ ও ইউটিউব) ‘জরিপেও কোটি টাকার দূর্নীতি জনগণ জিম্মি কর্মকর্তাদের কাছে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. দিন ইসলাম।
এ বিষয়ে রোববার (৫ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য দীন ইসলাম বলেন , আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর সাথে আদৌ জড়িত না। আমি এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, ফতেপুর মৌজার বার্তা গ্রামের জামাল ও তার ভাইদের জমি নিয়ে ঝগড়া সৃষ্টি হলে আমি জনপ্রতিনিধি হিসাবে ঝগড়া থামাতে এগিয়ে যাই। এবং জামালকে অসুস্থ বলে রাগ করি এর ওপর ভিত্তি করে প্রতিবেদনে আমার বক্তব্য প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ এডিট করা। উক্ত প্রতিবেদনে আরো কয়েক জনের স্বাক্ষাতকার গ্রহণের যে অভিযোগ করা হয়েছে তারা ভিডিও স্বাক্ষাদেতর মাধ্যমে জানিয়েছে তাদের সঙ্গে আমার এ ধরণের কোন লেনদেন হয়নি। আমি বিষয়টি জানতাম না।
একটি স্বার্থান্বেষী মহল নিজেরাই এমন ভুয়া বক্তব্য তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চান্দহর ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি জামাল উদ্দিন ও এবি এম আব্দুল মালেক বলেন, দিন ইসলাম দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। বুধবার (১ নভেম্বর) কালবেলা অনলাইনে (ফেসবুক পেজ ও ইউটিউব) প্রকাশিত ভিডিও প্রতিবেদনে তাকে নিয়ে যে দূর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা বানোয়া। ভিত্তিহীন এই প্রতিবেদন তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে। যা গণমাধ্যমের রীতিনীতি বহির্ভূত কার্যকলাপ। এবং অপরাধ বটে । উল্লেখিত গণমাধ্যমকে সতর্ক করে বক্তারা আরো বলেন, একটি স্বার্থন্বেষী মহল দ্বীন ইসলামের সামাজিক মর্যাদা ক্ষুন্ন এবং নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে এহেন মিথ্যা অপপ্রচার চালিয়েছে।
আমরা স্থানীয় জনগণ ও দায়িত্বশীল ব্যক্তিরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রিপোর্টটি অবমোচনপূর্বক সঠিক তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানাচ্ছি। নইলে এ বিষয়ে প্রচলিত নিয়মে আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।