ajkertarunkantho
ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিংগাইরে মোমবাতির আগুনে পুড়ল বসতঘর

নিজস্ব প্রতিনিধি:
নভেম্বর ১০, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিংগাইরে মোমবাতির আগুনে তিনটি বসত বাড়ি ও আসবাবপত্র পুড়ে গেছে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে বকশি প্রামানিকের বাড়িতে এই ঘটনা ঘটে। ছোট বাচ্চাদের খেলার সময় মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন পাশাপাশি ৩টি টিনের ঘরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বকশি প্রামানিকের টিনসেড বসতঘরে আগুন লাগে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটে নি।