ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

রায়পুরায় বর্ণাঢ্য আয়োজনে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

রায়পুরা উপজেলা জমকালো আয়োজনের মধ্যেদিয়ে বে-সরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা হলরুমে সকাল ১০টায় রায়পুরা উপজেলা টেলিভিশনটির প্রতিনিধি বিনা আক্তারের সার্বিক তত্বাবধানে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভা আয়োজন করে রায়পুরা মোহনা টিভির দর্শন ফোরাম।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এর সভাপতিত্বে সভা অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।

এসময় আরোও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, আইসিটি অফিসার তুষার ভট্টাচার্য, নির্বাচন কর্মকর্তা আযহারুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির মোল্লা।

রায়পুরা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম শরিফ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নুরউদ্দিন আহমেদ, রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।