ajkertarunkantho
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
 1. অপরাধ-দুর্নীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ইতিহাস ঐতিহ্য
 5. ইসলাম ও জীবন
 6. কৃষি সমাচার
 7. খেলাধুলা
 8. জনদুর্ভোগ
 9. জাতীয়
 10. ধর্ম ও সংস্কৃতি
 11. প্রবাস সমাচার
 12. বাণিজ্য
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. বিশেষ প্রতিবেদন

একসঙ্গে জন্ম নেওয়া ৪শিশু ৩০ ঘন্টার ভিতরেই মারা গেছে

মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
নভেম্বর ২০, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

চরফ্যাশনে জন্মের ৩০ ঘণ্টার মধ্যেই মারা গেছে এক সঙ্গে জন্ম নেওয়া চার শিশু। ওই চার সন্তানের মায়ের নাম তানজিলা বেগম। তিনি উপজেলার জাহানপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সোলেমানের স্ত্রী।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে ওই চার শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জাহানপুর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারেফ হোসেন।

জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলা আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তানজিলা বেগম এক সঙ্গে চার শিশুর জন্ম দেন। জন্মের দুই ঘণ্টা পর একটি সন্তান মারা যায়। এরপর রোববার সকালে বাকি তিন সন্তানও একসঙ্গে মারা যায়।

শিশুদের নানা নাসির চৌধুরী গণমাধঘ্য বলেন, জন্মের দুই ঘণ্টা পর্যন্ত আমার চার নাতি-নাতনিরা সুস্থ ছিল। একজন দুই ঘণ্টা পর মারা যায়। এরপর রোববার সকালে একসঙ্গে বাকি তিনজনও মারা যায়। মৃত নাতি-নাতনিদের বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে।

চরফ্যাশন আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তিতুমীর গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালে সাধারণ ডেলিভারিতে এক সঙ্গে যে চারটা বাচ্চা জন্ম নিয়েছে তাদের ওজন কম ছিল। যতটা সম্ভব আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা দিয়েছি কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।