০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

তরুণকণ্ঠ ডেস্ক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট

রাশিয়া সফরে যাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ সোমবার (১২ আগস্ট) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যাওয়ার কথা রয়েছে তার।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি নিয়ে তারা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এ ব্যাপারে মস্কোতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, সব কিছু ঠিক থাকলে সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠকের দিন ধার্য রয়েছে। দুই নেতা গাজা যুদ্ধ বন্ধে আলোচনা করবেন। রাশিয়ার ভূমিকা নিয়েও পরিকল্পনা করা হতে পারে।

গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজায় অভিযান শুরু করে নেতানিয়াহুর সরকার। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারো আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৭০ শতাংশের বেশি স্থাপনা।

এ যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কড়া প্রতিক্রিয়া দেখালেও কঠোর সামরিক অভিযানের পক্ষে অনড় নেতানিয়াহুর সরকার। এরই ধারাবাহিকতায় তারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গড়িমসি করছে।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
১৮২ Time View

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

প্রকাশকাল : ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

রাশিয়া সফরে যাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ সোমবার (১২ আগস্ট) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যাওয়ার কথা রয়েছে তার।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি নিয়ে তারা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এ ব্যাপারে মস্কোতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, সব কিছু ঠিক থাকলে সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠকের দিন ধার্য রয়েছে। দুই নেতা গাজা যুদ্ধ বন্ধে আলোচনা করবেন। রাশিয়ার ভূমিকা নিয়েও পরিকল্পনা করা হতে পারে।

গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজায় অভিযান শুরু করে নেতানিয়াহুর সরকার। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারো আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৭০ শতাংশের বেশি স্থাপনা।

এ যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কড়া প্রতিক্রিয়া দেখালেও কঠোর সামরিক অভিযানের পক্ষে অনড় নেতানিয়াহুর সরকার। এরই ধারাবাহিকতায় তারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গড়িমসি করছে।