স্টাফ রিপোর্টার:
ভোলা জেলার বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার বাংলা বাজার মাছ ব্যবসায়ীদের সিন্ডিকেটের বলি সাধারণ ক্রেতারা গোপন সুত্রে একাধিক ক্রেতা বলেন বাংলাবাজারে ছোট ছোট জেলেদের মাছ বাজারে বিক্রি করতে আনলে সিন্ডিকেটে জরিত ব্যবসায়ীরা সব মাছ কিনে নিয়ে গদিতে বিক্রয় করে দেয়
গত ১৮ আগষ্ট ২০২৪ থেকে আজ ২১ আগষ্ট ২০২৪ পর্যন্ত
গত তিন দিন বাজার ঘুরে দেখা যায় গোপন তথ্য পাওয়া সকল অভিযোগ সত্য,বাজারের নিয়মিত মাছ কিনতে আসা ব্যাক্তিরা বলেন আমরা মাছ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে বাজারে মাছ কিনতে পারিনা,তারা সাধারণ জেলে যারা মাছ নিয়ে বাজারে আসে তাদের মাছ কিনে গদিতে নিয়ে বেচে,এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান ক্রেতারা।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মো জহিরুল ইসলাম বাংলা বাজার নিত্যপ্রয়োজনীয় ও মাছ বাজারসহ মনিটরিং করার আহবান ভোক্ত-ভোগিদের