বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

মানিকগঞ্জের সেই সমালোচিত ডিসি রেহেনা আকতার প্রত্যাহার

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

অবশেষে প্রত্যাহার হলেন মানিকগঞ্জের সমালোচিত সেই ডিসি রেহেনা আকতার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জারি করে মানিকগঞ্জ থেকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে।

ছাত্রলীগের ওই নেত্রী ২০২৩ সালের ২৪ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে ডিসির অনিয়ম-দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। ডিসি হিসাবে যোগদানের পর রেহেনা আকতার বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি কমকর্তা-কর্মচারীদের রাখতেন কঠিন চাপে। কেউ কথা বলতে সাহস পেতন না।

মানিকগঞ্জের বালুমহাল ইজারা দিয়ে নিতেন মোটা কমিশন। খেজুর গাছ রোপন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া হাট-ঘাট ইজারা, লঞ্চ-বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন সংগঠন, ইটভাটা, জলমহাল সহ বিভিন্ন ক্রয় কমিটি থেকে কমিশন বানিজ্য করেছেন। সর্বশেষ তিনি চাকরি নিয়োগে বানিজ্য করে মোট টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৮
সূর্যোদয়ভোর ৬:১৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১১
এশা রাত ৬:৩০

এক ক্লিকে বিভাগের খবর