ajkertarunkantho
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

মানিকগঞ্জে বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির “১৩তম” প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ রুম
মার্চ ২০, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

 নিজেস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের সেচ্ছা রক্তদান, ফ্রী মেডিক্যাল টীম পরিচালনা, জরুরি ত্রাণ সামগ্রী বিতরণে বহুল পরিচিত সামাজিক সংগঠন “বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির” ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালন হয়েছে।

এ উপলক্ষে সোমবার ২০মার্চ দুপুরে সাটুরিয়ার পিকনিক স্পট নাহার গার্ডেনে সোসাইটির এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার ইসহাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, ড্যাবের মানিকগঞ্জ জেলা সেক্রেটারি ডা. জিয়াউর রহমান, সাটুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন, সোসাইটির সাধারণ মো. আব্দুর রউফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নীরব প্রমূখ।

বক্তারা মুমূর্ষু রোগীর জীবন বাচাতে সবচেয়ে কার্যকর সেবা রক্তদানে সম্পৃক্ত প্রায় সহস্রাধিক সদস্যদের সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধান অতিথি এডিসি জেনারেল সানোয়ারুল হক সোসাইটির সদস্যগনকে দেশ ও জাতি গঠনে সমাজসেবার পাশাপাশি উন্নত ক্যারিয়ার গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, পৃথিবীর শীর্ষ বেকারের দেশ পাকিস্তান, কিন্তু আমরা কখনো সেই ব্যর্থ রাষ্ট্রের মত হবোনা, আমরা শিক্ষা অর্জন করবো, নিজেকে বাজার উপযোগী রুপে গড়ে তুলবো, চাকরির জন্য দৌড়াবো, যদি চাকরি না পাই উদ্দোক্তা হবো। সবশেষে ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।