শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করবো; সিংগাইরে জিওসি মঈন খান

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
সিংগাইরে জিওসি মঈন খান

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান বলেছেন, বাংলাদেশ হিন্দু-মুসলিম সবার। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করবো। এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

সোমবার (১২ আগষ্ট) সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর রাধা গোবিন্দ জিউর আখড়া পূজাম-প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ খবর নেন তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বাজায় রেখে সবাইকে চলতে হবে। যে কোনো মূল্যে নিজেদের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে হবে। আপনারা সুন্দরভাবে সংসার ও ব্যবসা-বানিজ্য চালিয়ে যান। যুবকদের সমন্বয়ে কমিটি করে নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করেন। সেনাবাহিনী ও পুলিশ আপনাদের পাশে আছে। আসুন আমরা সবাই মিলে একটি সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

এসময় মানিকগঞ্জে দায়িত্বপ্রাপ্ত লে: কর্ণেল জুনাইদ উদ্দিন, জেলা প্রশাসক রেহেনা আক্তার ও পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক ইতিরানি সাহাসহ স্থানীয় বিএনপি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু ও মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সিংগাইর থানা পরিদর্শন করেন জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৮
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১২
এশা রাত ৬:৩২

এক ক্লিকে বিভাগের খবর