১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিঙ্গাইরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তরুণকণ্ঠ ডেস্ক
  • প্রকাশকাল : ০৯:২০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ২১৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিঙ্গাইর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গাইর উপজেলা প্রশাসনের আয়োজনে (৩ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু’র সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. হাবিবুর রহমান, সিংগাইর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  ইতি রানী সাহা,  উপজেলা বিএনপি সভাপতি আবেদুর রহমান রোমান, পৌরসভা বিএনপি সাধারন সাধারন সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শোভন, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকগন ও বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। সভায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এই বছর সিঙ্গাইর পৌরসভা ও উপজেলায় মোট ৬৭ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে জন্য ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেন উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

সিঙ্গাইরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশকাল : ০৯:২০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

সিঙ্গাইর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গাইর উপজেলা প্রশাসনের আয়োজনে (৩ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু’র সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. হাবিবুর রহমান, সিংগাইর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  ইতি রানী সাহা,  উপজেলা বিএনপি সভাপতি আবেদুর রহমান রোমান, পৌরসভা বিএনপি সাধারন সাধারন সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শোভন, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকগন ও বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। সভায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এই বছর সিঙ্গাইর পৌরসভা ও উপজেলায় মোট ৬৭ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে জন্য ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেন উপজেলা প্রশাসন।