১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হরিরামপুর ও শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জনের কারাদণ্ড ১ জনের জরিমানা

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ২৪৯ Time View

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন এই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. লাল চান শেখ (৩২), মোঃ আলমগীর শেখ (৩৫) এবং মোঃ স্বপন শেখ (৩২)। তাঁদের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলা যমুনা নদীতে ইলিশ শিকার করছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা। এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে যুমনা নদীতে আলোকদিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মীরা। এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে রাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন বলেন, জব্দ করা ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

অপরদিকে জেলার হরিরামপুরে পদ্মা নদীতে মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১ জেলেকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় হরিরামপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

১৬ অক্টোবর বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাম্মদ মুমিন খান।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৭ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।

অন্যদিকে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ পর্যন্ত কোন অভিযানের খবর পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

হরিরামপুর ও শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জনের কারাদণ্ড ১ জনের জরিমানা

প্রকাশকাল : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন এই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. লাল চান শেখ (৩২), মোঃ আলমগীর শেখ (৩৫) এবং মোঃ স্বপন শেখ (৩২)। তাঁদের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলা যমুনা নদীতে ইলিশ শিকার করছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা। এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে যুমনা নদীতে আলোকদিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মীরা। এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে রাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন বলেন, জব্দ করা ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

অপরদিকে জেলার হরিরামপুরে পদ্মা নদীতে মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১ জেলেকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় হরিরামপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

১৬ অক্টোবর বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাম্মদ মুমিন খান।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৭ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।

অন্যদিকে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ পর্যন্ত কোন অভিযানের খবর পাওয়া যায়নি।