বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

ঘিওর আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সহকারী শিক্ষকের অনিয়মের

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের নাম না প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা এই প্রতিবেদকে জানান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম নিয়মিত ভাবে স্কুলে আসেননা। এছাড়া তিনি অনিয়মের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে দুই টাকার মূল্যর রেজিষ্ট্রেশন ফরম নিচ্ছেন ১০ টাকা করে। তার অনিয়মের কারণে ভেঙ্গে পড়ছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা বিদ্যালয়ের অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকারী বাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত পুবক ব্যবস্থা গ্রহণ করা হবে।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৮
সূর্যোদয়ভোর ৬:১৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১১
এশা রাত ৬:৩০

এক ক্লিকে বিভাগের খবর