বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
মানিকগঞ্জে তারণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ৭ নভেম্বর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে রিজভী যা বললেন সিয়ামের পরিবারকে নোবিপ্রবি প্রশাসনের অনুদান প্রদান তিনটি আকর্ষণীয় ফিচারে ভিভো ভি৪০ লাইট, সাথে উপহার জমে উঠেছে ইসলামিক বইমেলা সিংগাইরে গাজরের বীজ নিয়ে সিন্ডিকেট, ক্ষতিগ্রস্ত কৃষক ভোলার গ্যাস ভোলায় ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান জামি’আ ইসলামিয় হালীমিয়ার মাহফিল ও ইসলাহী ইজতেমা ১৪-১৫ নভেম্বর ফারুকীকে উপদেষ্টা করায় হেফাজতে ইসলামের নিন্দা ও প্রতিবাদ মানিকগঞ্জে আদালতে ৪৮ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ; নিহত-২, আহত-১

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
বাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাঁধন(১৮) ও আরোহী রাতুল(২৫) নামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার(৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ র্দুঘটনা ঘটে। নিহত-বাঁধন উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মো.নুর হোসেনের ছেলে,রাতুল(২৫) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত.বীরমুক্তিযোদ্ধা পাংকু মিয়ার ছেলে। আহত-লাদেন হোসেন (১৭) উপজেলা তালেবপুর ইউনিয়নের রকেট দেওয়ান ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,সিংগাইর এলাকা হতে ঢাকা মেট্রো-ড-১১-৭৯১৩ নাম্বার ট্রাকটি উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক বাঁধনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর ২ মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষনা করেন। লাদেন হোসেনের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে সোর্পদ করেন। ট্রাক ড্রাইভারের বাড়ি একই এলাকার রসূলপুর গ্রামের হাসেমের ছেলে সোহেল(২৫)।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় ট্রাকসহ ড্রাইভার আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


ই বিভাগের আরও সংবাদ:

এক ক্লিকে বিভাগের খবর