বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
মানিকগঞ্জে তারণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ৭ নভেম্বর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে রিজভী যা বললেন সিয়ামের পরিবারকে নোবিপ্রবি প্রশাসনের অনুদান প্রদান তিনটি আকর্ষণীয় ফিচারে ভিভো ভি৪০ লাইট, সাথে উপহার জমে উঠেছে ইসলামিক বইমেলা সিংগাইরে গাজরের বীজ নিয়ে সিন্ডিকেট, ক্ষতিগ্রস্ত কৃষক ভোলার গ্যাস ভোলায় ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান জামি’আ ইসলামিয় হালীমিয়ার মাহফিল ও ইসলাহী ইজতেমা ১৪-১৫ নভেম্বর ফারুকীকে উপদেষ্টা করায় হেফাজতে ইসলামের নিন্দা ও প্রতিবাদ মানিকগঞ্জে আদালতে ৪৮ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

সুবর্ণচরে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও গনজমায়েত অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

মো. দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ

সুবর্ণচর উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালবেলা ০২নং চরবাটা ইউনিয়নের খাসেরহাট রাস্তার মাথা জিরো পয়েন্ট হতে র‍্যালিটি শুরু হয়। এই সময় খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহন করেন । খাসেরহাট বাজার সংগল্গ চরবাটা মহিলা মডেল মাদ্রাসার প্রধান  সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি চরবাটা হাই স্কুলের নয়া পল্টনে গিয়ে গনজমায়েত রুপান্তিত হয়। এতে জনতার ঢল নেমে আসে পল্টন এলাকায়। নোয়াখালী জেলা বারের ৭ বারের সভাপতি ও সু্বর্ণচর উপজেলা  বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার নেতৃত্বে র‍্যালিটি জনসমুদ্রে পরিণত হয়। এরপর পল্টনে  এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  এডভোকেট  ছারোয়ার উদ্দিন দিদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নুর হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েত ইসলাম, উপজেলা  ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জামাল ইউ আহম্মেদ, ছাত্রদল নেতা নয়ন, শ্রমিকদল নেতা আক্তার, রাসেদসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের জাঁতাকল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ যেন আবার নতুন করে স্বাধীন হয়েছে। দীর্ঘদিন আমাদের দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, মৌলিক অধিকার-এসবের অস্তিত্ব যেন নিঃশেষিত হয়ে গিয়েছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলছে দল। বিশাল এই পরিবারের বিতরে যারা বৈষম্য রেখে  কোন্দল সৃষ্টি করে নেতা-কর্মীদের মাঝে ফাটল, দ্বন্দ্ব, বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছেন সবাই কে আমরা চিনি। এখনও সময় থাকতে, সতর্ক হয়ে যান, না হলে চেয়ার ও পায়ের নিচে মাটি খুঁজে পাবেন না।

একটি নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় ঘোষণা করছি। মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো আমরা।


ই বিভাগের আরও সংবাদ:

এক ক্লিকে বিভাগের খবর