রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
অনলাইন নিউজ পোর্টাল “আজকের তরুণকণ্ঠে” জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে সাংবাদিক/প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা  ইমেইলে (newstarunkantho@gmail.com)জীবন বৃত্তান্তসহ পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করে পাঠাতে পারেন।

বান্দরবানের লামায় ইয়াংছা বাজারে অগ্নিকাণ্ড, আহত ১

তরুণকণ্ঠ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৯:১৫ পূর্বাহ্ন
লামায় ইয়াংছা বাজারে অগ্নিকাণ্ড

আবুবকর ছিদ্দীক, বান্দরবান প্রতিনিধি:

আগুনে পুড়ে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় এক দোকান মালিক আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে একটি অকটেনের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

এ তথ্য নিশ্চিত করে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল তিনি বলেন, ‘ইয়াংছা বাজারে এনায়েত হোসেনের অকটেন ও তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দোকানে আগুন লেগে অকটেনের ড্রাম বিস্ফোরিত হয়ে দ্রুত বাজারে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।’

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান তিনি।স্থানীয় ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. নুরুল হোসাইন বলেন, ‘বাজারে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় কেউ কাছে যেতে পারেনি।’

‘দোকানে থাকা তেলের ট্যাঙ্ক, গ্যাস সিলিন্ডার ও অকটেনের ড্রাম ফেটে গিয়ে আগুন লাগার কারণে দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়,’ যোগ করেন তিনি।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া ১০টি দোকান মিলে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

আগুনের ঘটনায় জ্বালানি তেলের দোকানদার এনায়েত হোসেন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে লামা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘ঘটনার ২০ মিনিটের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

এক দোকান মালিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


এ সম্পর্কিত

Theme Created By ThemesDealer.Com