বান্দরবান জেলা সদরে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
মো: আবুবকর ছিদ্দীক- বান্দরবান প্রতিনিধি:
মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় স্কুল থেকে বের হয়ে একটি ব্যানার নিয়ে প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্ন এর পদত্যাগের দাবিতে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঘুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন বান্দরবান পার্বত্য জেলায় বান্দরবান পৌর এলাকায় ডন বস্কো উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দুইজন একজন অবৈধ অন্যজন বৈধ। শিক্ষার্থীরা বলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা সভাপতি থাকাকালীন জোরপূর্বক ব্রাদার আলবার্ট রত্ন কে অবৈধভাবে বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। যাহা এমপিও নীতিমালার পরিপন্থী। একজন নন এমপিও শিক্ষক কোন নিয়োগ পরীক্ষা ছাড়া একটা এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হতে পারে না। শিক্ষার্থীর আরো বলেন এই প্রধান শিক্ষক জেলা পরিষদের চেয়ারম্যান এর ক্ষমতা ব্যবহার করে স্কুলের অনেক টাকা আত্মসাৎ করেছেন। যাহার কোন হিসাব এই প্রধান শিক্ষক দিতে পাচ্ছেন না।
শিক্ষার্থীরা বলেন গত ২৯ আগস্ট ২০২৪ তারিখে যখন স্কুলের হিসাব নিয়ে কথা বলেন তখন তিনি কাওকে না জানিয়ে কোন হিসাব স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে না দিয়ে একটি খুলা চিটি লিখে দিয়ে পালিয়ে যান। শিক্ষার্থীরা বলেন আমরা আমাদের স্কুলের নিয়ম নিতি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।