০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তাকিয়ে আছি দূরবীনে, তোমায় দেখবো বলে

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক

তাকিয়ে আছি দূরবীনে, তোমায় প্রিয় দেখবো বলে। চেয়ে দেখ আকাশে বেদনার নেইকো কোন রং। নীল-গভীর সমুদ্রের বুকে প্রবাহিত হয় তারুণ্যর দ্বীপের পাহাড়ের ওই নির্জন অনুভূতির নীরব ভালবাসা।

ভূগর্ভের দিকে তাকিয়ে শুধু দূরবীনে তোমার দেখার প্রতিচ্ছবি, মেঘের ছাযায় শুধু তোমার মায়াবী টলপড়া মুখের দিপ্তময় হাঁসি।

আমি যে তাকে ভালবাসি তা ওঁর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভাল না বেসে থাকতে পারি না বলে ভালবাসি …

ঘুমাও প্রিয়তম, তুমি ঘুমাও এই সবুজ-প্রান্তরের শীতল ছায়ায়।
সব দুঃখ ভুলিয়ে দিও তোমার মায়ায় ভাল বাসায়।

ঘুমাও প্রিয়তম,
তুমি ঘুমাও আমার কোলে,
আদিগন্ত ছোঁয়া এই সবুজ প্রান্তরে,
ঝিরিঝিরি হাওয়া আর এই হিজল তরুর মূলে।

চোখ মুদে শোও প্রিয়
সব দুঃখ যেও ভুলে
বুলিয়ে দেই আংগুল
তোমার ঘুমিয়ে পড়া চুলে।

ভোলো পৃথিবীর ক্রুঢ় হাঁসি
ভুলে যাও যত ব্যথা,
ভুলে যাও ঐ অন্ধ আতুড়
অব্যাক্ত যত কথা।

যদি রোদ্দুর পড়ে মুখে
দেবো আঁচল দিয়ে ঢেকে,
যদি অঝরে ঝরে শ্রাবন
বুকের পাঁজরে দেবো রেখে।

চুপ করে শোও প্রিয়,
শোনাই ঘুম পাড়ানিয়া গান,
ঘুমিয়ে পড়ো প্রিয়
ভোলো সকল অভিমান।

একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি ঘুমিয়ে পড়ো টলপড়া মুখে।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ০৭:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
৩০৬ Time View

তাকিয়ে আছি দূরবীনে, তোমায় দেখবো বলে

প্রকাশকাল : ০৭:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

তাকিয়ে আছি দূরবীনে, তোমায় প্রিয় দেখবো বলে। চেয়ে দেখ আকাশে বেদনার নেইকো কোন রং। নীল-গভীর সমুদ্রের বুকে প্রবাহিত হয় তারুণ্যর দ্বীপের পাহাড়ের ওই নির্জন অনুভূতির নীরব ভালবাসা।

ভূগর্ভের দিকে তাকিয়ে শুধু দূরবীনে তোমার দেখার প্রতিচ্ছবি, মেঘের ছাযায় শুধু তোমার মায়াবী টলপড়া মুখের দিপ্তময় হাঁসি।

আমি যে তাকে ভালবাসি তা ওঁর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভাল না বেসে থাকতে পারি না বলে ভালবাসি …

ঘুমাও প্রিয়তম, তুমি ঘুমাও এই সবুজ-প্রান্তরের শীতল ছায়ায়।
সব দুঃখ ভুলিয়ে দিও তোমার মায়ায় ভাল বাসায়।

ঘুমাও প্রিয়তম,
তুমি ঘুমাও আমার কোলে,
আদিগন্ত ছোঁয়া এই সবুজ প্রান্তরে,
ঝিরিঝিরি হাওয়া আর এই হিজল তরুর মূলে।

চোখ মুদে শোও প্রিয়
সব দুঃখ যেও ভুলে
বুলিয়ে দেই আংগুল
তোমার ঘুমিয়ে পড়া চুলে।

ভোলো পৃথিবীর ক্রুঢ় হাঁসি
ভুলে যাও যত ব্যথা,
ভুলে যাও ঐ অন্ধ আতুড়
অব্যাক্ত যত কথা।

যদি রোদ্দুর পড়ে মুখে
দেবো আঁচল দিয়ে ঢেকে,
যদি অঝরে ঝরে শ্রাবন
বুকের পাঁজরে দেবো রেখে।

চুপ করে শোও প্রিয়,
শোনাই ঘুম পাড়ানিয়া গান,
ঘুমিয়ে পড়ো প্রিয়
ভোলো সকল অভিমান।

একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি ঘুমিয়ে পড়ো টলপড়া মুখে।