নোয়াখালী শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রীয় নোবিপ্রবি ছাত্রদল
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী জেলাশহরের গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিকের কাজ করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদল।
আজ (১২ আগষ্ট) নোবিপ্রবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের নেতৃত্বে মাইজদী শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় নোবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীদের। তারা শহরের পৌরবাজার থেকে মাইজদী বাজার পর্যন্ত তাদের এ কার্যক্রম পরিচালনা করেন।
ছাত্রদল নেতা জাহিদ বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদলের কার্যত কোনো কমিটি নেই।মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটির কেউ বর্তমানে নোবিপ্রবি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নেই।তথাপিও দেশের এই ক্রান্তিলগ্নে জনদুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করে যাচ্ছি।দেশ ও জনকল্যাণমুখী কাজে ছাত্রদল বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় আজকের এই কাজ করে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ছাত্রদলের সাব্বির হোসেন বলেন,বর্তমান অন্তর্বতীকালিন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের জন্য কাজ করে যাওয়ার আহবান জানিয়েছিল। তাই ট্রাফিক পুলিশ দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত নোয়াখালী শহরে ট্রাফিকের কাজ করে যাবে নোবিপ্রবি ছাত্রদল।
এসময় উপস্থিত পরিসংখ্যান বিভাগের সাব্বির হোসেন, ফলিত গণিত বিভাগের তাজুল ইসলাম রনি ব্যবসায় প্রশাসন বিভাগের ফারুক আহমেদ প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুর রহমান জীবন, বায়োকেমিস্ট্রি বিভাগের শাখাওয়াত সায়েম, রাকিবুল হাসান ওখায়রুল শাওন সমুদ্রবিজ্ঞান রিমন আহমেদ ও সৃষ্টি এবং কৃষি বিভাগের তানজিনা সহ অন্যান্য নেতা কর্মীরা।