ইন্টারনেট শাট ডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা; নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ইন্টারনেট শাট ডাউনের কারণ তদন্ত করা হবে। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি প্রশ্রয় দেব না উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, ‘তারুণ্যনির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব।’
নাহিদ আরও বলেন, ‘ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব।’
নাহিদ বলেন, ‘আইসিটি সেক্টরে তরুণদের কাজের একটি বড় সুযোগ আছে। দেশে এমন তরুণ সংখ্যায়ও ব্যাপক। এখন তাদের সঙ্গে সংযুক্তি প্রয়োজন। যারা অভিজ্ঞ, তাদের সঙ্গে একটি সংযোগ ঘটানো হবে। কারণ তথ্যপ্রযুক্তির বিপ্লবের নেতৃত্ব দিতে বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম। শুধু প্রয়োজন তাদের সেই সুযোগ করে দেওয়া।’
এই আন্দোলনের উদ্দেশ্য ছিল মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা উল্লেখ করে তিনি বলেন, ‘সে জন্য প্রশাসনে যারা কাজ করছেন, তারাও যেন মেধার ভিত্তিতে সুযোগ পান, সেই চেষ্টা করা হবে। দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’