০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সবার গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব; হাসনাত আবদুল্লাহ

তরুণকণ্ঠ ডেস্ক

আবুবকর ছিদ্দীক, বান্দরবান প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবার জন্য একই ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

বুধবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রেশারগ্রুপ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরণের শিক্ষা পাবে, ঠিক একইভাবে দুর্গম পাহাড়ের প্রান্তিক পর্যায় পর্যন্ত একই ধরনের শিক্ষা নিশ্চিত করা হবে।

পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা খবর পেয়েছি বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মত নিশ্চিত না করে নিজেরাই যদি সিঙ্গাপুরে যান তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন।

এসময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য রাখেন। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক ও বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
১৯৬ Time View

সবার গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব; হাসনাত আবদুল্লাহ

প্রকাশকাল : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

আবুবকর ছিদ্দীক, বান্দরবান প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবার জন্য একই ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

বুধবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রেশারগ্রুপ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরণের শিক্ষা পাবে, ঠিক একইভাবে দুর্গম পাহাড়ের প্রান্তিক পর্যায় পর্যন্ত একই ধরনের শিক্ষা নিশ্চিত করা হবে।

পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা খবর পেয়েছি বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মত নিশ্চিত না করে নিজেরাই যদি সিঙ্গাপুরে যান তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন।

এসময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য রাখেন। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক ও বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা উপস্থিত ছিলেন।